শুক্রবার, ০১ মে, ২০২০, ০৩:৪১:৩৭

র‌্যাবের সঙ্গে ‘ব'ন্দুকযু'দ্ধে’ দুই রোহিঙ্গা ডা'কাত নিহ'ত, আ'গ্নেয়া'স্ত্র, গো'লাবারুদ উ'দ্ধার

র‌্যাবের সঙ্গে ‘ব'ন্দুকযু'দ্ধে’ দুই রোহিঙ্গা ডা'কাত নিহ'ত, আ'গ্নেয়া'স্ত্র, গো'লাবারুদ উ'দ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘ব'ন্দুকযু'দ্ধে’ দুই রোহিঙ্গা ডা'কাত নিহ'ত হয়েছেন। শুক্রবার (১ মে) ভোররাতে টেকনাফের জাদিমুরা ক্যাম্প-২৬ এর পাহাড়ি এলাকায় এ ঘ'টনা ঘ'টে। ঘ'টনাস্থল থেকে ১৫টি আ'গ্নেয়া'স্ত্র, গো'লাবা'রুদ ও দেশীয় ধা'রালো অ'স্ত্র উ'দ্ধার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। নিহ'ত'রা হলেন- হাকিম (৩৫) ও রশিদ (৩০)। তারা দুইজনই রোহিঙ্গা ডা'কাত জকির গ্রু'পের সক্রি'য় সদস্য।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ডা'কাত দল জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি এলাকায় জ'ড়ো হয়ে ডা'কাতির প্র'স্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাব-১৫ এর একদল সদস্য সেখানে অ'ভি'যানে যান। র‌্যাব সদস্যদের উপস্থি'তি ঠের পেয়ে রোহিঙ্গা ডা'কাতরা গু'লি ছু'ড়তে শুরু করে। আ'ত্মর'ক্ষার্থে র‌্যাবও পা'ল্টা গু'লি চা'লায়। বেশ কিছুক্ষণ গো'লাগুলির পর ওপাশ থেকে গু'লি করা থে'মে গেলে ঘ'টনাস্থলে ত'ল্লাশি চা'লানো হয়। সেখানে দুইজনকে গু'লিবি'দ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উ'দ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃ'ত ঘো'ষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে জানা গেছে, নিহ'তরা রোহিঙ্গা ডা'কাত জকির গ্রু'পের সদস্য। গো'লাগু'লিতে র‌্যাবের কয়েকজন সদস্যও আহ'ত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে। ম'রদ'হেগুলো ময়'নাতদ'ন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের ম'র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে