চকরিয়া (কক্সবাজার): সারাদেশে আলোড়ন সৃষ্টি হওয়া কক্সবাজারের চকরিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল আলমকে বিব'স্ত্র ও মা'রধ'রের মূল হোতা বহিষ্কৃত যুবলীগ নেতা সন্ত্রা'সী আনছুর আলমকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ নিয়ে মামলাটিতে চারজন আসামীকে গ্রে'প্তার করা হয়েছে।
প্রযুক্তির সহায়তা, রাতভর অভি'যান তথা গোপন সংবাদের ভি'ত্তিতে তাকে আজ সকাল এগারটার দিকে দ্বীপ উপজেলা মহেশখালীর ষাইটমারা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রে'প্তার অভি'যানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হাবিুবর রহমান।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সারাদেশে তো'লপাড় সৃষ্টি হওয়া ঢেমুশিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা সত্তরোর্ধ নুরুল আলমকে বিব'স্ত্র ও মা'রধ'রের ঘটনায় স'রাসরি জড়িত আনছুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে মহেশখালী উপজেলার ষাইটমারা থেকে। সে ঘটনার পর থেকে আ'ত্মগোপনে চলে যায়। এতদিন ধ'রে সে মহেশখালীর মাতারবাড়িসহ বিভিন্ন এলাকায় আ'ত্মগোপনে ছিল। কিন্তু সে গ্রেপ্তার এড়াতে বার বার স্থান বদল করতে থাকে। অবশেষে প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভি'ত্তিতে তাকে গ্রে'প্তার করা সম্ভব হয়েছে।