 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
কক্সবাজার: হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা সভাপতি ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক আল্লামা আবুল হাসান (৮৫) মা'রা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
রোববার (০৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামের বাড়িতে মা'রা যান তিনি। বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ র'ক্তচাপ সমস্যায় ভু'গছিলেন কক্সবাজার জেলার প্রবীণ এই আলেম। মৃ'ত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
জীবনের বেশির ভাগ সময় রামু উপজেলার জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসায় বিনা বেতনে শিক্ষকতা করেছেন তিনি। কয়েক বছর আগে একই মাদরাসার মুহতামিম হন তিনি। কক্সবাজারের একমাত্র আলেম হিসেবে তিনি হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সুরা কমিটির সদস্য ছিলেন।
রোববার বিকেল ৪টায় ধাওনখালী গ্রামের পূর্বপাড়ায় নিজের প্রতিষ্ঠিত মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মরহুমের ছেলে কক্সবাজার হোটেল সি-কক্সের এমডি মো. কামাল হোসেন।
মাওলানা আবুল হাসান হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার সদস্য ও আল্লামা শাহ আহমদ শফীর অন্যতম অনুসারী। তার মৃ'ত্যুতে জেলাজুড়ে শো'কের ছায়া বিরাজ করছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করা হয়েছে। তার মৃ'ত্যুতে শোক জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফীও।