কক্সবাজার থেকে : মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান হ'ত্যা মামলায় কক্সবাজারের বাহারছড়া এলাকা থেকে তিনজনকে গ্রে'প্তার করেছে র্যাপিড অ্যা'ক'শন ব্যাটেলিয়ান (র্যাব)। তারা সবাই ঘ'টনার পর পুলিশের করা মামলার সাক্ষী। মঙ্গলবার বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিক বিল্লাহ বলেন, আজ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রে'প্তার করা হয়। পরে বিকালে তাদের আদালতে সো'পর্দ করে ১০ দিন করে রিমা'ন্ড চাওয়া হয়েছে। গ্রে'প্তার তিনজন হলেন- স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াছ ও নাজিম উদ্দিন।
পুলিশের বিশেষায়িত এই সংস্থাটি বলছে, ''আ'ত্মসম'র্পণ করা ৭ আসামির সবাইকে রিমা'ন্ডে নিতে নতুন করে আবেদন করা হবে। ঘ'টনার সা'ক্ষী সিফাত ও শ্রিপার দেওয়া ত'থ্যের ভিত্তিতে আসামিদের রিমা'ন্ডে নিয়ে জিজ্ঞা'সাবা'দ করা হবে। আশিক বিল্লাহ বলেন, ''তদ'ন্ত কর্মকর্তা চার আসামিকে গত দুইদিন জেল গেটে জিজ্ঞা'সাবা'দ করেছে। জিজ্ঞা'সাবা'দে তারা বেশকিছু গু'রু'ত্বপূর্ণ ত'থ্য দিয়েছে। তারা জানিয়েছে ঘ'টনার দিন প্রত্যেকেই বাহারছড়া কেন্দ্রে চে'কপোষ্টে দায়িত্বরত ছিলেন।''
তিনি বলেন, ''এছাড়াও তারা ঘটনার বিষয় বিস্তারিত খুঁ'টিনাটি তথ্য প্রাথমিক জিজ্ঞা'সাবা'দে দিয়েছে। তাদের মধ্যে একজন বাহারছড়া চে'কপোস্টে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অন্যরাও ছিলেন। বিস্তারিত ত'থ্য তদ'ন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। হ'ত্যা মামলার মুল আসা'মি বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও উপ-পরিদর্শক নন্দ লাল র'ক্ষি'তকে জিজ্ঞা'সাবা'দ করতে তদ'ন্ত কর্মকর্তা প্রস্তুত রয়েছে। তবে এই মামলার গুরুত্বপূর্ণ স্বাক্ষী সিফাত ও শিপ্রাকে প্রাথমিকভাবে জিজ্ঞা'সাবা'দ করতে চান তদ'ন্ত কর্মকর্তা। তাদের জিজ্ঞা'সাবা'দ করে প্রাপ্ত ত'থ্যের আলোকে আসামিদের রিমা'ন্ডে জিজ্ঞা'সাবা'দ করবেন।''
জ'ব্দ আলামতগুলো উদ্ধা'রে কি ব্যবস্থা নিয়েছে র্যাব? জানতে চাইলে আশিক বিল্লাহ বলেন, ''মূলত সিফাত ও শিপ্রার বি'রু'দ্ধে যে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ, ওই তিনটি মামলার পুলিশের তদ'ন্ত কর্মকর্তার কাছ থেকে সি'জার লি'ষ্ট (জ'ব্দ তলিকা) ধ'রে সব আলামত র্যাবের তদ'ন্ত কর্মকর্তা বুঝে নেবেন। ওই সি'জার লি'ষ্টে তাদের যেসব জিনিসের বিষয় উল্লেখ নেই, যেমন গণমাধ্যম থেকে জানতে পেরেছি, (ল্যাপটপ, ক্যামেরা) এসবের বিষয় অ'ভিযু'ক্তদের জি'জ্ঞা'সাবা'দের পূর্বে সা'ক্ষীদের কাছ থেকে জানতে চাই। কোনো সংবাদের উপর ভিত্তি না করে, স্বাক্ষীদের বক্তব্যের ওপর নির্ভর করে তদ'ন্ত কর্মকর্তা সেগুলো উ'দ্ধা'রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।''
তিনি আরও বলেন, ''তদ'ন্ত কর্মকর্তা মামলার সা'ক্ষী শিপ্রা দেবনাথকে প্রাথমিকভাবে জিজ্ঞা'সাবা'দ করেছে। জিজ্ঞা'সাবা'দে শিপ্রা একটি স্প'র্শকা'তর কথা বলেছেন, এটি তার জীবনে ঘ'টে যাওয়া একটি অনা'কা'ঙ্ক্ষি'ত ঘ'টনা। এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তিনি এর বিচার দেখে যেতে চান। প্রয়োজনে ন্যা'য় বিচারের স্বার্থে জীবনের শেষ দিন পর্যন্ত অপে'ক্ষা করবেন।''