রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ০৯:২৫:১৪

হানিমুনে গিয়ে কক্সবাজার সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

হানিমুনে গিয়ে কক্সবাজার সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

কক্সবাজার থেকে : কক্সবাজার সমুদ্র সৈকতে এক নবদম্পতি হানিমুনে গিয়ে সৈকতের আব'র্জনা পরিষ্কারে নেমেছেন। কাজটি করলেন বিয়ের পোশাকে, যাতে করে মানুষের নজরে আসেন এবং অন্যরা পরিবেশ পরিষ্কার রাখতে উ'দ্বু'দ্ধ হন। সদ্য বিয়ের পর সমুদ্রবিলাসে যাবার সিদ্ধান্ত নেন মো. তারেক আজিজ ও জান্নাতুল বাকেয়া মিলি দম্পতি। সঙ্গে বিয়ের পোশাক। 

তবে এ এক ভিন্ন বিলাস, যেখানে নিজেদের ভালোবাসা তারা ভাগ বাটোয়ারা করেন প্রকৃতির সঙ্গে। অন্য মানুষের ফেলে যাওয়া আব'র্জনা পরিষ্কারে নেমে পড়েন কক্সবাজারের সৈকতে। বিয়ের রাতে যখন নবদম্পতি ভবিষ্যত সুখি জীবনের গল্প সাজাতে ব্যস্ত থাকেন, তখনই এমন একটি উদ্যোগ নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক-মিলি দম্পতি। গেল ৩ আগস্ট বিয়ে হয় ২৮ বছর বয়সী তারেক ও ২০ বছর বয়সী মিলির। আর ৫ আগস্ট সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভি'যানে নামেন তারা।

তারেক বলেন, 'চারদিন ছিলাম। প্রতিদিনই বিচে ময়লা-আব'র্জনা পরিষ্কার করে সেখানে কর্তৃপক্ষের দেয়া নির্ধা'রিত ডাস্ট'বিনে ফেলেছি। এমন চার পাঁচ বস্তা ময়লা সং'গ্রহ করেছি।'' কাজের ফাঁকে ''ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড'' প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন তারেক ও মিলি। মূল লক্ষ্য ছিল সচেতনতা তৈরি। 

তারেক বলেন, ''আমি মূলত সবাইকে সচেতন করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই এই কাজ করা।'' স্বামী-স্ত্রী দুজনই সমাজসেবার কাজ করেছেন আগেও। নানান সেবামূলক সংগঠনের সঙ্গে ছিলেন যুক্ত। করোনার লকডাউনের সময় মানুষকে খাবার পৌঁছৈ দিয়েছেন। পৃথিবীটা আগের মতো সুন্দর হোক, পরিষ্কার থাকুক, এতটুকুই চাওয়া তাদের। সূত্র : ডয়েচে ভেলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে