বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১:৪৬

পুলিশের ব্যান্ড পার্টিসহ ফুল সজ্জিত গাড়ির দড়ি টেনে কক্সবাজারের এসপিকে বিদায়

পুলিশের ব্যান্ড পার্টিসহ ফুল সজ্জিত গাড়ির দড়ি টেনে কক্সবাজারের এসপিকে বিদায়

কক্সবাজার: ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসপি মাসুদ হোসেনকে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁ'ধে পুলিশ লাইন্স থেকে বিদায় জানানো হয়। ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের এসপিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে এসপি মাসুদ হোসেনকে রাজশাহীতে বদ'লি করা হয়।

বিদায়কালে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সব কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে পুলিশ সুপার মাসুদের বিদায়ের দিনে কক্সবাজারের আট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশে কর্মরত ৩৪ ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদ'লি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়। বদ'লিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে ৩০ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পোশাক পরে উপস্থি'ত হয়ে একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

প্র'জ্ঞাপন অনুসারে, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারকে সিলেট, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে বরিশাল, রামু থানার ওসি আবুল খায়েরকে রাজশাহী, চকরিয়ার ওসি হাবিবুর রহমানকে খুলনা, পেকুয়া থানার ওসি কামরুল আজমকে রংপুর ও কুতুবদিয়া থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে খুলনা রেঞ্জে ব'দলি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে