বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১১:৩৯:৫৩

এবার বাড়িতে ঢুকে স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

এবার বাড়িতে ঢুকে স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের উপর্যুপরি গুলিতে আবদুস শুক্কুর (৩০) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। র‌্যাবের সোর্স সন্দেহে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহত আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, সকালে কিছু বুঝে ওঠার আগেই শালবাগান (২৬নং) রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে জকির ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী তাদের বাড়িতে আসে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে (র‌্যাব) সহায়তার অভিযোগ করে আবদুস শুকুরকে খুঁজতে থাকে। 

এ সময় একজন ঘরের ভেতরে ঢুকে শুক্কুরকে খুঁজে পায়। সঙ্গে সঙ্গে জকির নিজে ঘরে ঢুকে তাকে ৩ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ শুক্কুর দৌড়ে পালিয়ে যেতে চাইলে আরও ৩ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পাহাড়ের দিকে চলে যায় সন্ত্রাসীরা। 

গুলিবিদ্ধ শুক্কুরকে প্রথমে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে ও পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার  খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 

পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, আইনশৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে উক্ত যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর দলনেতা জকির, ধলু হোসেন, মিজানসহ ৮-১০ জন অংশ নেয় বলে জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে