বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ০৪:৩০:৩৫

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই, আহত ৩০

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই, আহত ৩০

কক্সবাজার থেকে : টেকনাফের নয়াপাড়া-মোছনী নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৩০ নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার পর মুহুর্তেই এর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। 

এ সময় তাড়াহুড়ো করে ঘর থেকে কোন পরিবার মালামাল বের করতে পারেনি। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুনের সুত্রপাত এখনো সঠিক নির্ণয় করা যায়নি। তবে গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। এখনো হতাহতের কোন খবর পায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে