টেকনাফ(কক্সবাজার): পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন। এর মধ্যে প্রায় ৩ হাজার বসতি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস। বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সোমবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি আগুন নেভাতে কাজ করছে।
এদিকে আগুনে বসতি পুড়ে যাওয়ায় বহু সংখ্যক রোহিঙ্গা বাস্তুহারা হয়েছেন। রাত নামায় তারা নিরুপায় হয়ে পড়েছে। তবে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘর বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রোহিঙ্গারা। এখনো হতাহত, ক্ষয়ক্ষতি, ও আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।