কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রকে আর মাঠে নামতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা এবং একাধিক পথসভা করেন তিনি।
শোভাযাত্রায় মাইকিং করে চকরিয়া ও পেকুয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেন, 'কোন পরিবারের স্কুল, কলেজ বা মাদরাসায় পড়ুয়া সন্তান যেনো ইসলামের লেবাসধারী বিএনপি-জামায়াত বা হেফাজতসহ মৌলবাদী চক্রের ফাঁদে পা না দেয়। কোন সন্তান যাতে ইসলাম রক্ষার নামে কোনো ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।'
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার'-এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এ সময় আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, 'আমার নির্বাচনী এলাকা চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াত ও হেফাজতচক্রের কোনো স্থান নেই। জনগণের জানমাল, সরকারি সম্পদ, মানুষের বাড়িঘরে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। এরপরও কোনো অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি হবে অতীতের চেয়ে ভয়াবহ।’