বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৬:০৭

এই ঘটনার পর রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে

এই ঘটনার পর রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ মুহিবুল্লাহ নিহত হয়েছেন। আজ বুধবার রাত আটটার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এমন ঘটনা ঘটে। দুঃখজনক এই ঘটনার পর রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেখানে অবস্থানরত রোহিঙ্গারা এটিকে উগ্রবাদী সংগঠন আরসা’কে দায়ী করেছেন।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪নং ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, 'রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে