গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের কারণে আটকেপড়া পর্যটকদের পুলিশি ব্যবস্থাপনায় চট্টগ্রাম পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পর্যটক ভর্তি পুলিশের প্রথম বাসটি চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার পুলিশ লাইন্স ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, পর্যটন শহর কক্সবাজারে বিভিন্ন জেলা থেকে আগত যে সব পর্যটক বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না, তাদের পুলিশের নিজস্ব পরিবহনে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফিরে যেতে আগ্রহীদের জেলা পুলিশ লাইন্সে যেতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে জেলা পুলিশের পেজে দেওয়া হয়। তা দেখে যারা পুলিশ লাইন্স এসেছেন তাদের গাড়িতে তুলে প্রথম বাসটি সন্ধ্যা ৭টায় যাত্রা শুরু করে।