রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১২:৩৯:২১

যে কারণে ৩২ কেজির ‘কালো পোপা’ মাছটির দাম ১০ লাখ টাকা

যে কারণে ৩২ কেজির ‘কালো পোপা’ মাছটির দাম ১০ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি মাছ। পরে সেই মাছটি বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালো পোপা’ নামে পরিচিত।

জানা যায়, বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া এলাকার ছালেহ আহমেদের মালিকানাধীন ট্রলারে মো. হোছন মাঝির নেতৃত্বে ৯ জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। শনিবার কালো পোপা মাছটি জালে আটকা পড়লে জেলেরা ট্রলারের মালিক ছালেহ আহমদকে বিষয়টি জানান। তিনি তাদের টেকনাফে চলে আসার জন্য বলেন।

ট্রলার মালিক ছালেহ আহমদ বলেন, ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পোপা মাছটি বিক্রির জন্য দাম হাঁকানো হয় ১৪ লাখ টাকা। পরে মাছটি কক্সবাজারের নুনিয়াছড়া মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১০ লাখ টাকায় ক্রয় করেন। মাছটি পুরুষ জাতের হওয়ায় বেশি দামে বিক্রি করতে পেরে জেলেরা খুবই আনন্দিত।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ৩২ কেজি ওজনের বড় পোপা মাছটি ধরা পড়ার খবর তিনি শুনেছেন। সাধারণত এত বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে মাছটির মূল্য বেশি। এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়, এজন্য মাছটির এত দাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে