কক্সবাজার থেকে : মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার আগে আসামিদের নির্দোষ দাবি করেছেন স্বজনরা। সকাল থেকে আসামিদের স্বজনদের অনেকে আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তারা সাংবাদিকদের দেখলেই আসামিরা নির্দোষ বলে দাবি করেন।
মামলার আসামি কনস্টেবল রুবেল শর্মার ভাই রায়ের বিচারিক কার্যক্রম ব্যাহত করার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন। তিনি দাবি করেন, সিনহা হত্যা মামলাকে মিডিয়ায় ট্রায়াল করেছে গণমাধ্যমকর্মীরা। তারা সব আসামিকে ঢালাওভাবে দোষী বানিয়ে সংবাদ পরিবেশন করেছে। কিন্তু সব আসামি দোষী না। মূলত ওসি প্রদীপের কারণে তাদেরকে ফাঁসানো হয়েছে।
এসময় আদালত প্রাঙ্গণে আরেক মামলার আসামি পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল মামুনের বাবা আবুল হোসেন বলেন, তার ছেলে কোনোভাবে সিনহা হত্যায় জড়িত না। দায়িত্বরত পুলিশ সদস্য হিসেবে তাকে ফাঁসানো হয়েছে। এদিকে, মামলার রায় ঘোষণা ঘিরে আদালত পাড়ায় উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। আজ সকাল থেকেই আসামি ও ভুক্তভোগীর স্বজনরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছেন।