সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ০৫:৪১:১৭

'পরিচয় জেনে মেজর সিনহাকে স্যালুট দিয়ে আবার গুলি কেন?,' রায়ের পর্যবেক্ষণ

'পরিচয় জেনে মেজর সিনহাকে স্যালুট দিয়ে আবার গুলি কেন?,' রায়ের পর্যবেক্ষণ

কক্সবাজার থেকে: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করেছি শুরু থেকেই। কেননা আমার মনে খটকা লেগেছিল, সিনহার পরিচয় জানার পর স্যালুট দিয়েছিলেন চেকপোস্টে থাকা সদস্যরা। এর একটু পর তারাই কেন আবার গুলি করতে (পরিদর্শক লিয়াকত আলীকে) সহযোগিতা করলেন?’

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রায় ঘোষণার আগে এ পর্যবেক্ষণ দেন। বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ওই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে প্রদীপ কুমার ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদের সহযোগিতা করার অপরাধে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে