কক্সবাজার থেকে: দেশের আলোচিত-সমালোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও দায়রা আদালত। এই মামলায় রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
১৫ আসামির মধ্যে বাকি ৭ জন আসামি খালাস পেয়েছেন। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেছেন, লিয়াকত ও প্রদীপের ফাঁসি কার্যকর হলেই কেবল তিনি সন্তুষ্ট হবেন।
রায়ের পর আদালতের বাইরে শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, 'আমার প্রত্যাশিত রায় হয়েছে। এই রায়ের জন্য প্রসিকিউশন এবং আদালতকে আমি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সেদিনই পুরোপুরি সন্তুষ্ট হব যেদিন লিয়াকত ও প্রদীপের ফাঁসি কার্যকর হবে। আমার আশা দ্রুত তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।