বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৩৭:৩৮

এক বাংলাদেশি জেলেকে গুলি করে মারল মিয়ানমার সীমান্তরক্ষীরা

এক বাংলাদেশি জেলেকে গুলি করে মারল মিয়ানমার সীমান্তরক্ষীরা

এমটি নিউজ ডেস্ক : এক বাংলাদেশি জেলেকে গুলি করে মারল মিয়ানমার সীমান্তরক্ষীরা। কক্সবাজারের টেকনাফ নাফনদে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি জেলের লাশ বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাফনদের পানিতে ভেসে উঠে। তবে নদের মিয়ানমার অংশে লাশ ভাসতে থাকার কারণে গত রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নুর আহমদ আনোয়ারি রাতে বলেন, এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বিজিবি এ সংবাদ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নুর আহমদ আনোয়ারি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেও মিজ্জিরছড়া নামক গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৪০) ও গুরা মিয়া (৩৫) নামের দুই ব্যক্তি নাফনদে মাছ ধরতে যান। রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা জেলেদ্বয়কে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নদের পানিতে ঢলে পড়ের ইলিয়াস। অক্ষত অবস্থায় সঙ্গী গুরা মিয়া গতকাল ভোরে ফিরে আসেন ঘরে।

সঙ্গী গুরা মিয়া এখবর গ্রামে জানালে লোকজন হোয়াইক্যং বিজিবি ফাঁড়ির সদস্যদের দেয়। পরে বিজিবি সদস্যরা গুরা মিয়াকে সঙ্গে নিয়ে নদের ঘটনাস্থলে অবস্থান নেয়। সারা দিন লাশের জন্য অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত সন্ধ্যায় লাশ ভেসে উঠতে দেখতে পেয়ে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা লাশ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে