এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি লড়াইরত দুই মহিষের গুঁতায় আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
রবিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
টেকনাফ উপজেলার কমিউনিটি পুলিশিং-এর একজন সদস্য জানান, দুই মহিষের ধাওয়া এবং শিংয়ের গুঁতায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে বড় ধরনের কোনো আঘাত পাননি। তিনি এখন নিজ বাসায় বিশ্রামে আছেন।
আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকারদলীয় সংসদ সদস্য। তার স্ত্রী শাহীন আকতার বর্তমানে ওই সংসদের সদস্য।