শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৯:০২

এই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে ঢল পর্যটকদের!

এই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে ঢল পর্যটকদের!

এমটিনিউজ২৪ ডেস্ক : পুরোনো বছরের গ্লানি ভুলে নতুনকে স্বাগত জানানোই কালের নিয়ম। তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল পর্যটক ও স্থানীয়দের।

সব ধরনের দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে পুরো সমুদ্র সৈকত। তবে প্রতি বছর শেষ সূর্যাস্তের দৃশ্য অবলোকন করতে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে ছুটে আসেন অগণিত পর্যটক। কয়েক দিন আগে থেকেই কক্সবাজারের হোটেলের কক্ষ বুকিং হয়ে যায়। তবে এবারের চিত্র একটু ভিন্ন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা গেছে, দুপুর গড়িয়ে বিকেল নামতেই সমুদ্র সৈকতে আসতে শুরু করেন দর্শনার্থীরা। এর মধ্যে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা সকাল থেকে সৈকতে বিচরণ করে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বিকেলের দিকে সৈকতে নামতে শুরু করেন স্থানীয় লোকজনও। তবে এবার আশানুরূপ পর্যটক নেই বললেই চলে।

এদিকে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অনুষ্ঠান না থাকায় বিগত বছরগুলোর তুলনায় পর্যটক সমাগম কম হয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুতিও নিয়েছে চোখে পড়ার মতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে