শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৪৬:০৯

এবার ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

এবার ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

কক্সবাজার : কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বিকেলে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে