শনিবার, ১৩ মে, ২০২৩, ০৫:৫২:৪৪

ঘূর্ণিঝড় ‘মোখা’ দেখতে কক্সবাজার সৈকতে মানুষের ঢল!

ঘূর্ণিঝড় ‘মোখা’ দেখতে কক্সবাজার সৈকতে মানুষের ঢল!

কক্সবাজার : এবার প্রবল শক্তি নিয়ে কক্সবাজারের দিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। ইতোমধ্যে কক্সবাজার জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। 

সৈকতে বিপৎসংকেত ‘লাল’ পতাকা টানানো হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে সৈকতে। তবে কে শুনছে কার কথা! সমুদ্রের উত্তাল পানি আর ঝাপটা বাতাসের দোলায় রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে অনেক পর্যটকই ভিড় জমাচ্ছেন কক্সবাজারে। সৈকতে সমুদ্রস্নানও করতে দেখা গেছে অনেককে। 

এদিকে সমুদ্রস্নানে নামা একজনকে প্রশ্ন করা হলে তিনি সংবাদিকদের বলেন, ‘মূলত ঘূর্ণিঝড় মোখা দেখতে কক্সবাজার এসেছি। এটি কখন আসবে সেই অপেক্ষায় আছি। ১৫ মে পর্যন্ত কক্সবাজার থাকব, আশা করি ঘূর্ণিঝড় মোখা দেখতে পাব।’

সি সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর সাংবাদিকদের বলেন, তীব্র দাবদাহের পাশাপাশি সাগর উত্তাল হয়ে উঠছে। পর্যটকদের সতর্ক করতে লাল পতাকা টানানো হয়েছে। আর পর্যটকদের হাঁটুপানির নিচে নামতে দেয়া হচ্ছে না। ৩টি পয়েন্টে এখনও আনুমানিক ১০ হাজারের বেশি পর্যটক রয়েছেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, পর্যটকদের সৈকত থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে