বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ০৪:৩৯:০১

জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের বোল মাছ

জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের বোল মাছ

এমটিনিউজ ডেস্ক: কক্সবাজারের বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে। পরে লাখ টাকার মাছটি কেটে বিক্রি করতে করা হয়েছিল মাইকিং।কক্সবাজারে সাব্বির আহমদ নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। 

জানা যায়, মাছটি তিনি টেকনাফ আড়তে ৬০ হাজার টাকায় নুরুল হাকিম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। তিনি বলেন, প্রথমে জেলে ৯১ কেজি ওজনের মাছটির দাম চেয়েছিলেন ৭৫ হাজার টাকা। দর কষাকষি করে আমি ৬০ হাজার টাকায় কিনি মাছটি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ইমাম হোসেনকে ৭৭ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, মাছটি কেনার পর ভাবলাম কেটে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। তাই গতকাল দুপুর থেকে টেকনাফ পৌর এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড মাছ বাজারে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা করে বিক্রি করা হয় মাছটি। তিনি আরও বলেন, ‘খুব বড় না হলে মাছ সাধারণত কেটে বিক্রি করা হয় না। কিন্তু মাছটি অনেক বড় বলে কেটে বিক্রি করতে হয়েছে। ক্রেতাদের সাড়াও পেয়েছি অনেক।’

টেকনাফ ঘাটের জেলে সাব্বির আহমদ বলেন, কুতুবদিয়া চ্যানেলে বড়শি ফেললে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছের সঙ্গে বড় সাইজের বোল মাছটিও ধরা পড়ে। পরে মাছটি টেকনাফ আড়তে নিয়ে বিক্রি করি।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে কিছুটা বড় বোল মাছ ধরা পড়লেও এসময়ে এত বড় মাছ সাধারণত খুব কম ধরা পড়ে। সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন সময় সরকারি নিষেধাজ্ঞা থাকায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। এসব বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়ে। মাছ বিক্রি করে জেলেরা ভালো দাম পান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে