এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের জেলে মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়।
যদিও তিনি মাছগুলোর দাম হাঁকিয়েছিলেন দুই কোটি টাকা। কিন্তু মাছের সাইজ ছোট ও বাজারে তুলতে দেরি হওয়ায় মোজাম্মেল চাহিদা মতো টাকা পাননি বলে জানা গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণকেন্দ্রে মাছগুলো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু।
তিনি জানান, শুক্রবার ভোরে সাগর উপকূলে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে ১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ে। তিনি মাছগুলোর দাম হাঁকিয়েছিলেন দুই কোটি টাকা। বিক্রি করতে না পেরে এসব মাছ তিনি চট্টগ্রামে নিয়ে যান।
জানা গেছে, পর্যাপ্ত বরফের অভাবে এবং বিলম্বে চট্টগ্রামে পৌঁছার কারণে মাছগুলোর গুণগত মান কিছুটা পরিবর্তন হয়ে যায়। এ কারণে মোজাম্মেল কাঙ্ক্ষিত দাম পাননি।