এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া হারবাং এলাকায় ঘটনাটি ঘটে।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাটি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহন নামক একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৪ জন।
২ জনের অবস্থা গুরুতর রয়েছে। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় মেলেনি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।