সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ০৪:২২:৩৩

গুলিবর্ষণ করে ওসির খামার থেকে গরু লুট!

গুলিবর্ষণ করে ওসির খামার থেকে গরু লুট!

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে ওসি মো. জাহেদুল কবিরের বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এই ডাকাতির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন চলছে। 

সোমবার (৩ মার্চ) ভোরে ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়ার সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ওসি জাহেদের বাবার নাম আহমদ কবির।

তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল বলেন, ‘বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশোনা আমি করি।

খামারে ছোট-বড় আটটি গরু ছিল। প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে রাতে ঘুমিয়ে পড়ে সবাই। কিন্তু সোমবার ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতরা। এ সময় ঘর থেকে বের হয়ে দেখি সড়কের ওপর একটি পিকআপ।

ওই পিকআপে খামারের গরু তোলা হচ্ছে। এ সময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে ডাকাতেরা পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে এবং তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।’

 তিনি আরো বলেন, ‘গরু লুট ও গুলিবর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে