শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ০৩:৪৬:৫৮

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি, শিশুসহ চারজন যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি, শিশুসহ চারজন যাত্রী নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে