সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০২:৪৮:১৯

ইমামতি করার সময় হাফেজ নুরুল ইসলামের মৃত্যু

 ইমামতি করার সময় হাফেজ নুরুল ইসলামের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার কক্সবাজারের রামু উপজেলাধীন খুনিয়াপালং ইউনিয়নের উত্তর ধেছুয়াপালং দক্ষিণ কম্বনিয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করার সময় স্ট্রোক করে হাফেজ নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) রাতে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। নামাজের প্রথম রাকাআত শেষ করে দ্বিতীয় রাকাতের তাশহুদে বসার মুহূর্তে হঠাৎ ডান দিকে ঢলে পড়েন তিনি।

পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত সালাম ফিরিয়ে তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান না ফিরলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার ব্রেনস্ট্রোকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। যেখানে রাত পৌনে ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাফেজ নুরুল ইসলাম ছিলেন কম্বনিয়া হেফজখানার শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম। তিনি অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী ও সৎ চরিত্রের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি স্থানীয় মৃত কবির আহমদ মিয়াজির ছেলে বলে জানা গেছে। এ তরুণ আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে