বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ০২:০৮:১৭

কক্সবাজারে বহুতল মার্কেটে ভয়াবহ আগুন

কক্সবাজারে বহুতল মার্কেটে ভয়াবহ আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় শাহরাজ নামে বহুতল একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা। শাহরাজ নামে ওই বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন সামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, রাত সাড়ে এগোরটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। কিভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না, তবে সেখানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ওয়ারলিংয়ের কাজ চলছিলো। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এ ঘটনায় দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পাশাপাশি নিচতলায় কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে