বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০১:৫৪:৪৪

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কক্সবাজার: পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাইরের হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সম্পদ। মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই গুণগতমান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগত দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

বৃহস্পতিবার কক্সবাজারের রামু সেনানিবাসে এক ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ১০ পদাতিক ডিভিশনের অধিনস্ত ২ পদাতিক ব্রিগেডসহ আটটি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান অভ্যর্থনা জানান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

আপনারা উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়নতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য পালনে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

এর আগে রামু সেনানিবাসী ‘বীর স্মরণী’ নামে একটি নান্দনিক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিধারক ‘অজেয়’ স্মৃতিস্তম্ভ ‘একটি মাল্টিপারপাস শেড ‘বীরঙ্গন’ ও আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাক ‘মাতামুহুরী’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে