‘প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রীই সফল নয়’
কক্সবাজার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশে কোনো মন্ত্রীই সফল নয়। তার দৃঢ় নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী শ্রী শুভ জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সপ্তাহ শেষে মন্ত্রীরা যার যার এলাকায় চলে যান। এলাকায় গিয়ে কোন্দল বাধান। এ ধরনের মানসিকতা, কলহ-কোন্দল থেকে সরে এসে দলকে বাঁচাতে হবে।
মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের অবিশ্বাসের দেয়াল ভাঙতে শুরু করেছে। তা সম্ভব হয়েছে শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বের কারণেই। হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।
আলোচনা সভার পর মন্ত্রী বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/আরিফুর