সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৩:১৩

ভারত না দিলেও কোরবানির গরু দেবে মিয়ানমার

ভারত না দিলেও কোরবানির গরু দেবে মিয়ানমার

কক্সবাজার : কোরবানি ঈদ সামনে রেখে গরু আমদানিতে ভারত হতাশ করলেও গরু দেবে মিয়ানমার।  দেশটি থেকে এরই মধ্যে পাঁচ হাজারের বেশি পশু আমদানি করা হয়েছে বলে জানা গেছে।  আরো ১০ হাজারেরও বেশি পশু আমদানি করা হবে।  এসব কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার পর মিয়ানমারের দিকেই ঝুঁকে পড়েছেন ব্যবসায়ীরা।   মিয়ানমার থেকে গত কয়েকদিন ধরে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোর হয়ে আসছে গবাদি পশু।

টেকনাফ শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট পর্যন্ত করিডোর হয়ে ৪ হাজার ১৯৪টি গরু, মহিষ ও ছাগল এসেছে।  এসব পশু থেকে রাজস্ব পাওয়া গেছে ২০ লাখ ৮৫ হাজার টাকা।  গত বছর মিয়ানমার থেকে ২৫ হাজারের মত গবাদি পশু আনা হয়েছিল।

করিডোর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের এ কয়দিনে আরো এক হাজারের মত গবাদি পশু আমদানি করা হয়েছে।  ঈদের আগে আরো ১০ হাজার পশু আমদানির চেষ্টা করা হবে।

সরকারি হিসাবে এবারের কোরবানিতে ৪০ লাখের বেশি গরু লাগার কথা নয়।  গত ৩১ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, কোরবানি উপযোগী ৩০ লাখ গরু-মহিষ ও ৬৯ লাখ ছাগলের মজুদ রয়েছে দেশে।  
৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে