কক্সবাজার : টিকিট কাটাও শেষ। শুক্রবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার কথা। বিকেলে রামুর মন্দিরগুলো দেখার পরিকল্পনা। সমুদ্রে না নামার ইচ্ছা ছিল কিন্তু সমুদ্র ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেননি সুমন আহমেদ (২৫)।
কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ আলিঙ্গন করতে গিয়ে প্রাণ হারাতে হলো সুমনকে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বড়ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে এসব কথা বলেন সুমন। তিনি কথা দিয়েও কথা রাখতে পারলেন না। কথা বলার দুই ঘণ্টার মাথায় সমুদ্র সৈকতে প্রাণ হারাতে হয় তাকে।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বাগরা এলাকার মরহুম আবুল কাশেম মোড়লের ছেলে সুমন। গত তিনদিন আগে চার বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান তিনি।
সাগরের লাবণী পয়েন্ট থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকার তেজগাঁও কলেজ থেকে বিএ পাস করেন সুমন। এরপর অন্য ভাইদের সঙ্গে পারিবারিক ব্যবসা সামলাতেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জ হলেও ব্যবসা প্রতিষ্ঠান মতিঝিলে।
১৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর