শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৭:৩১

ঢেউয়ের তোড়ে সমুদ্রে প্রাণ গেল দুই শিশুর

ঢেউয়ের তোড়ে সমুদ্রে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজার : কক্সবাজারে সমুদ্রে নেমে প্রাণ গেল দুই কন্যাশিশুর।  অসুস্থ হয়েছে এক ছেলে।

শনিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।  এ তথ্য জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশনের অপারেশন কমান্ডার আব্দুল মজিদ।

মৃত দুই শিশু হলো কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়ার লোকমান হাকিমের মেয়ে তাসমিনা আক্তার (১০) এবং কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মিনা আক্তার (১২)।

অসুস্থ হয়েছে একই এলাকার নাসির আহম্মেদের ছেলে মো. ইউনুস (৭)। তাকে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে ছয় শিশু গোসল করতে লাবণী পয়েন্ট দিয়ে সমুদ্রে নামে।  ঢেউয়ের তোড়ে তারা ভেসে গেলে রবি লাইফ গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে বলে জানান তিনি।

কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের শিশু মিনা লারপাড়ায় এক লোকের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান পশ্চিম লারপাড়ার লোকমান হাকিমের এক প্রতিবেশী।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে