হবিগঞ্জ থেকে : মাধবপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহবাজপুর গ্রামে নিখোঁজের ২ দিন পর নিজ বাড়ির আঙ্গিনা থেকে ৯ বছরের শিশু রহুল ইসলামের মরদেহ বালি খুঁড়ে বের করল গৃহপালিত কুকুর। রহুল ইসলাম ওই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ রহুল ইসলামকে অপহরণ করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান জানান, রহুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও রহুল ইসলামের পিতা জানান, গত ২৫শে ফেব্রুয়ারী দুপুরে পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার তাদের পুরোনো বাড়ি ধরমন্ডল গ্রাম থেকে রহুল ইসলাম নিখোঁজ হয়।
এ ব্যাপারে নাছিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। রহুলের সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু তার কোন সন্ধান মেলেনা। গত মঙ্গলবার গৃহপালিত কুকুর গন্ধ শুঁকে বাড়ির আঙ্গিনায় বালির নিচ থেকে লাশের সন্ধান বের করে। কুকুরটি লাশের সন্ধান পেয়ে ঘেউ ঘেউ করতে থাকে।
কুকুরের এমন অস্বাভাবিক ডাকে ঘটনাস্থলে আবিষ্কার হয় লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালির নিচে পুঁতে রাখা শিশু রহুলের লাশ উদ্ধার করে। ছিদ্দিক আলীর অভিযোগ ধরমন্ডল গ্রামে কতিপয় লোকের সঙ্গে তাদের দীর্ঘদিন বিরোধ ছিল। এ কারণে ওই গ্রামের দুর্বৃত্তরা হত্যা করে তার বাড়িতেই লাশ পুঁতে রেখে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এটি একটি হত্যা কান্ড। ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতকদের ধরতে পুলিশ গুরত্ব দিয়ে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত শিশু রহুলের পরিবারের পক্ষ হতে মামলা করা হয় নাই।
এমটিনিউজ/এসএস