হবিগঞ্জ: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষ প্রতীক পেয়ে গতকাল সোমবার প্রচারণা শুরু করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। সকালে হবিগঞ্জ ডিসি অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপির নেতাকর্মীরা বিশাল শোডাউন করে তাঁকে নবীগঞ্জে নিয়ে আসে। নবীগঞ্জে এসেই প্রথমেই যান তাঁর সঙ্গে দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বাসায়। সেখানে গিয়েই ভোটের মাঠের প্রথম ধাক্কা খান ড. রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া আসার খবর আগে পেয়ে শেখ সুজাত তাঁর বাসার প্রধান ফটকের গেটে তালা ঝুলিয়ে দিয়ে অন্যত্র চলে যান।
এ সময় বাসার কেয়ারটেকার বলেন, ‘স্যার (শেখ সুজাত) চাবি নিয়ে চলে গেছেন। তাই তালা খোলা সম্ভব নয়।’ এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, যুগ্ম সম্পাদক ডা. আহমদুর রহমান আবদাল ও অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম। পরে ড. রেজা সেখান থেকে নিজ গ্রামে চলে যান। নবীগঞ্জ শহরে কোনো পথসভা না করে প্রথমেই তাঁর গ্রামের বাড়ি জালালসাপ যান। সেখানে হাজারো নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু বলেন, ‘শেখ সুজাত বাসার গেটে তালা ঝুলিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন।’
ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ সুজাত সাহেব জরুরি কাজে কোথায় গেছেন, আবার এলে দেখা হবে। এটা কোনো সমস্যা নয়।’
এ ব্যাপারে শেখ সুজাত মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।-কালের কণ্ঠ