মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ১০:২৫:২২

ভাঙারির দোকানে মিলল বিনামূল্যের ৪ হাজার বই

ভাঙারির দোকানে মিলল বিনামূল্যের ৪ হাজার বই

হবিগঞ্জ : হবিগঞ্জে চার হাজার কপি সরকারের বিনামূল্যে বিতরণের বই ভাঙারি দোকান থেকে জব্দ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তা জব্দ করা হয়। এ সময় দোকানের দুই কর্মচারীকে আটক করা হলেও মালিক পালিয়ে যায়।

পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই কতিপয় লোক বাস টার্মিনাল এলাকার একটি ভাঙারি দোকানে বিক্রি করে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির পুলিশ ওই ভাঙারি দোকানে অভিযান চালায়। খবর পেয়ে দোকানের মালিক লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের সফর উদ্দিন ওরফে মনাই মিয়া পালিয়ে যায়। অভিযানকালে দোকানে তল্লাশি চালিয়ে ৪ হাজার কপি বই জব্দ করা হয়েছে। এ সময় দোকানের কর্মচারী লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রাসেল মিয়া ও হাসেম মিয়াকে আটক করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বইগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে কিছু এখনও জানা যায়নি।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে