হবিগঞ্জ : অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জ শহরের তিনটি আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা ও এক যুবককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান। এ সময় সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকসহ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য উপস্থিত ছিলেন।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, অভিযানকালে শহরের সিনেমা হল রোড এলাকায় হোটেল শাপলাতে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে দুই যুবক-যুবতিকে আটক করা হয়। এ সময় অবিবাহিত সত্ত্বেও অনৈতিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের তৌহিদ মিয়ার ছেলে রায়েল মিয়াকে ১০ দিনের কারাদণ্ড প্রদানের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মুছলেখা রেখে মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পাশাপাশি অনৈতিক কাজে সহযোগিতা করায় হোটেল মালিক মহিবুর রহমান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে সঠিক কাগজপত্র না থাকায় পার্শ্ববর্তী শিহাব হোটেলের মালিককে আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়।