 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
হবিগঞ্জ: হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে এক প্রসূতি জন্ম দিলেন তিন ফুটফুটে নবজাতক। তিন নবজাতকের এক ছেলে ও দুই কন্যা সন্তান। গতকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ৮টায় হাসপাতালের গাইনি ওয়ার্ডে নবজাতকদের জন্ম দেন লুৎফা বেগম (২২) নামের ওই প্রসূতি।
লুৎফা বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট কাশিপুর গ্রামের কুয়েত প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী। জন্ম দেওয়ার পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই প্রসূতির প্রসব ব্যাথা শুরু হয়। তাঁকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে কর্তব্যরত নার্সরা স্বাভাবিক ডেলিভারি করে তাঁর ফুটফুটে তিন নবজাতকের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন করেন।
এদিকে, একসঙ্গে তিন সন্তানের জন্মদানের ঘটনায় ওই পরিবারে বইছে আনন্দের বন্যা। তারা নবজাতকদের জন্য দোয়া চেয়েছেন। হাসপাতালে এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে গাইনী ওয়ার্ডে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।