হবিগঞ্জ: পনের মাস আগে দু'র্বৃ'ত্তদের হাতে খু'ন হয় শিশু ইতি আক্তার (৬)। সেই থেকে খু'নের বিচারের দাবিতে এক বাবা মৃ'ত মেয়ের ছবি বুকে নিয়ে পাড়া-মহল্লায় ঘু'রছেন।
শিশু ইতি হ'ত্যাকা'ণ্ডটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এ সময়ের একটি আলো'চিত ঘটনা। এ মামলাটি কিছুদিন তদন্ত করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে পিবিআই হবিগঞ্জের কাছে হস্তান্তর করা হয়।
নিহ'ত ইতির বাবা আব্দুস শহীদ বলেন, পিবিআই হবিগঞ্জের প্রতি শ্রদ্ধা জানাই। তারা এ মামলাটি তদন্ত করছেন। আমি চাই আমার মেয়ের প্রকৃত খু'নিদের ফাঁ'সি হোক।
তদন্তকারী কর্মকর্তা পিবিআই হবিগঞ্জের ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। অচিরেই এ মামলার প্রতিবেদন আদালতে প্রদান করা হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, শিশু ইতি হ'ত্যা মামলাটি পিবিআই হবিগঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জের পশ্চিম বিরামচর সাহেববাড়ি জামে মসজিদের কাছ থেকে শিশু ইতির ব'স্তাব'ন্দি লা'শ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইতির বাবা আব্দুস শহীদ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন।