হবিগঞ্জ : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের ব্যক্তিগত পাজেরো গাড়ি চালকসহ ডাক্তারদের দেওয়ার পর এবার নিজের থাকার আলিশান ডুপ্লেক্স বাড়িও দিয়েছেন আন্তর্জাতিক অপরা'ধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওই বাড়িতে ডাক্তারসহ ১৭ জন থাকার ব্যবস্থা রয়েছে। ওই সময়ে তিনি নিজে অন্যত্র পরিবার নিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যারিস্টার সুমন জানান, তার বাড়ি ব্যবহারের জন্য প্রস্তাব আকারে স্বাস্থ্য প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। তার গাড়ি ও বাড়ি ব্যবহার করে যাতে ডাক্তাররা আরো বেশি সেবা দিতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। করোনার বিরুদ্ধে ল'ড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন চিকিৎসকরা তাই তার এ সিদ্ধান্ত।
এর আগে ব্যারিস্টার সুমন তার ৪১ দিনের বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা করোনার জন্য দরিদ্রদের কল্যাণে ব্যয় করেন। তিনি পাঁচজন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করেন। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, আমরা ব্যারিস্টার সুমনের দেওয়া গাড়ি ব্যবহার করছি। এটি প্রতিদিন আসে।