শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৮:১৩:১১

৪৪ জন এতিম শিশুকে নগদ অর্থ সহায়তা দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক

 ৪৪ জন এতিম শিশুকে নগদ অর্থ সহায়তা দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক

হবিগঞ্জ: হবিগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রা'ন্ত রোগীদের বাসায় বাসায় ফলের ঝুড়ি, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা ও পৌর শহরের করোনা রোগীদের এই সহায়তা দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

সকালে জেলা প্রশাসক বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা সরাসরি পরিদর্শন করেন। তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের খোঁজ নেন। এ সময় কয়েকজন আক্রা'ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা দেন জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক শহরের ইনতাবাদ, সবুজবাগসহ বিভিন্ন এলাকার করোনা রোগীদের বাসায় বাসায় ফল ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলসহ দফতরের কর্মকর্তারা। এর আগে সকাল শহরের আহসানিয়া মিশনে ৪৪ জন এতিম শিশুকে এক হাজার টাকা করে নগদ সহায়তা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক শামীম আহসান প্রমূখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে