বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ১২:১৯:৫৮

মেয়র প্রার্থী স্বামীর পক্ষে কাজ করায় মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

মেয়র প্রার্থী স্বামীর পক্ষে কাজ করায় মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

হবিগঞ্জ থেকে : মেয়র প্রার্থী স্বামীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বহিষ্কার হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী জলি রহমান। সোমবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তার স্বাক্ষরিতপত্রে তাকে বহিষ্কার করা হয়।

জলি রহমান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মহিলা আওয়ামী লীগ সূত্র জানায়, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমানের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলি রহমান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। 

এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করে। বিজ্ঞপ্তির অনুলিপি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা খাতুনের কাছেও পাঠানো হয়েছে। এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার জানান, সংগঠনের যে কেউ নৌকার বিরদ্ধে প্রচারণায় অংশ নিলে একইভাবে বহিষ্কার করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে