এমটি নিউজ ডেস্ক : প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যত প্রভাবশালী হউক না কেন। একমাত্র আল্লাহ্ পাক জানেন কখন কার মৃত্যু হবে। এদিকে হবিগঞ্জে মসজিদে এতেকাফরত অবস্থায় আব্দুল ওয়াহেদ নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মসজিদ মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লী হাফেজ জাহিদুল আলম।
বুধবার দিবাগত রাতে শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওয়াহেদ হবিগঞ্জ সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০ রমজানের বিকালে নুরুল হেরা জামে মসজিদে তিনি এতেকাফে বসেন। বুধবার রাতে তারাবির নামাজের পর মাথাব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ব্যবসায়ী হিসাবে এলাকায় বেশ পরিচিত ছিলেন আব্দুল ওয়াহেদ।