সোমবার, ০১ জানুয়ারী, ২০২৪, ১১:২৭:৫১

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামে দুইটি ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। 

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। 

গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট এম ও জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দু’টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

এর জের ধরে তারা একে অপরের উপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দু’টি গ্রামের লোকজন দেশীয় অ'স্ত্রশ'স্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হন।

আহতদের মধ্যে জাবেদ আলী , শামীম মিয়া, রফিক মিয়া, ইমতিয়াজ মিয়া, কাজল মিয়া, জিসান, বাবুল হেলালসহ ৩০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় ভাটপাড়া গ্রামের আবদাল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, দুটি ইজি বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। রাত ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে ৫ রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে