বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১৮:৩৫

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি বলেছেন, ‘আমি আমার লোকজনদের বলছি, ফরজ কাম (কাজ) ছাড়া থানায় যাবেন না। থানায় কোনো দালাল থাকতে পারবে না। আমি প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আমার নাম করে আমার মামাও যদি আপনাদের কাছে কোনো অন্যায় তদবির করতে আসে, তা করবে না। আমাকে ফোন দিবেন।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সরকারের কোনো বাধা-নিষেধ না থাকলে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যানে কাঠের গাছ লাগানো যাবে না। ফলের গাছ লাগাতে হবে। যাতে দেশের মানুষ ফল খেতে চুনারুঘাটে আসে।

তিনি বলেন, ‘আমি আগামী পাঁচ বছরে চুনারুঘাট-মাধবপুর উপজেলায় আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। চুনারুঘাটে বঙ্গবন্ধুর নামে একটি স্থাপনা নির্মাণ করতে চাই।

বিগত ৫০ বছরে বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এ বিষয়টি কোনো নেতার মাথায় আসেনি।’

মতবিনিময়সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল কাদির লস্কর, মেয়র সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ডা. মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, যুবলীগ নেতা আবুল খায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মহিদ আহম্মদ চৌধুরী, আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে