শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৩:৫২

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত!

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত!

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় সোহাগকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ ওঠে। যে কারণে সেসহ অন্যরা তাকে বাধা দিয়ে বিভিন্ন প্রগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাকিব। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় তার ওপর হামলা চালায়।

একপর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে তারা সার্কিট হাউসে আশ্রয় নেন এবং সবাইকে ছুটে যাওয়ার জন্য আহ্বান জানান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে