বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২৪:১৮

ধরিয়ে দিলেই ১ লাখ

ধরিয়ে দিলেই ১ লাখ

হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান।  এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

এক গর্তেই পাওয়া যায় ৪ শিশুর লাশ।  জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসাবিল এলাকার একটি বালুর গর্ত থেকে নিখোঁজ সেই ৪ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শুভ, তাজেল, মনির ও ইসমাইল।  এতে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন।  

কোথাও তাদের খুঁজে না পেয়ে শুক্রবার রাতে উপজেলার সব জায়গায় মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।  শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।  অবশেষে তাদের লাশের সন্ধান মিলল।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে