এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আহত করার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানি সম্প্রতি জামিনে ছাড়া পান। সোমবার (২১ অক্টোবর) বিকেলে এ্যানির নেতৃত্বে কয়েকজনের হামলায় ছাত্রদল কর্মী স্বাধীন মিয়া (২৫) আহত হয়েছেন।
আহত স্বাধীন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহজাজান মিয়ার ছেলে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্বাধীন মিয়া জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন এ্যানিসহ তার লোকেরা হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় শহরে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।