নিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এ আদেশ দেন।
হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর সিরাজুল হক চৌধুরী বলেন, মুফতি হান্নানসহ গ্রেফতার ১১ আসামিকে সকালে বিস্ফোরক আইনের মামলায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেন।
বিচারক আগামী ৩১ মার্চ এ মামলায় শুনানির পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন বলে জানান পিপি।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় শাহ এএম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন।
পরের দিন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস