এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে দুদলের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি সৌদি আরবে বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের সৌদি বসবাসরত এক ব্যক্তির ভিসা জটিলতা নিয়ে মারামারি হয়। এ নিয়ে উভয়পক্ষই থানায় পালটাপালটি অভিযোগ করেন। এ ঘটনার জেরে বুধবার বিকালে উভয়পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদ উল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি শহীদ উল্লাহ আহত হন।
মাধবপুর থানার ওসি শহীদ উল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।